ব্র্যাক ব্যাংক লোন সুবিধা কি কি রয়েছে এগুলো জানতে চান যারা ব্র্যাক ব্যাংকে লেনদেন করে অনেক স্বস্তি এবং আস্থা পেয়েছে। ব্র্যাক ব্যাংক অত্যন্ত বিশ্বস্ততার সাথে বাংলাদেশের মানুষের সহযোগিতায় ব্যাংকিং কার্যক্রম চালিয়ে আসছে সেই ২০০১ সাল থেকে।
বর্তমান সময়ের অর্থনৈতিক চাহিদা এবং জীবনযাত্রার খরচের সাথে খাপ খাওয়াতে অনেক সময় আমাদের বিভিন্ন ধরনের লোন প্রয়োজন হয়।
আবার কারো কারোর তাদের থেকে সহজ লোন গ্রহণ করে অনেকের স্বপ্ন পূরণে দারুণ ভূমিকা রাখছে ব্রাক ব্যাংক।
ব্র্যাক ব্যাংক, বাংলাদেশের একটি বিশ্বস্ত আর্থিক প্রতিষ্ঠান হিসেবে, গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের লোন সুবিধা প্রদান করে আসছে দীর্ঘ সময় ধরে।
তাই আজকের এই পোস্টে আমরা ব্র্যাক ব্যাংক লোন সুবিধা, প্রকারভেদ, আবেদন প্রক্রিয়া এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত জানব।
ব্র্যাক ব্যাংকের লোনের প্রকারভেদ
ব্র্যাক ব্যাংক সকলকে বিভিন্ন ধরনের লোন প্রদান করে, যা আপনার ব্যক্তিগত প্রয়োজন বা ব্যবসায়িক চাহিদা পূরণ করতে সাহায্য করবে। নিচে ব্র্যাক ব্যাংকের জনপ্রিয় কিছু লোনের প্রকারভেদ আলোচনা করা হলোঃ
ব্যক্তিগত লোন (Personal Loan) | ব্র্যাক ব্যাংক স্যালারি লোন
ব্র্যাক ব্যাংকের ব্যক্তিগত লোন বলতে সাধারণত দৈনন্দিন বা হটাৎ প্রয়োজন এর ক্ষেত্রে নেওয়া। এটি সাধারণত নির্দিষ্ট ব্যবহারের উদ্দেশ্যে যেমন চিকিৎসা খরচ, ভ্রমণ, গ্যাজেট এবং এক্সেসরিজ, হোম এপ্লায়েন্স, বিবাহ ও জরুরী খরচ মেটানোর জন্য প্রদান করে থাকে।
- পার্সোনাল লোন এর পরিমাণঃ ব্র্যাক ব্যাংক সাধারনত পার্সোনাল লোন অর্থাৎ ব্যক্তিগত লোন হিসেবে ১ লক্ষ থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত লোন প্রদান করে থাকে।
- মেয়াদঃ ব্র্যাক ব্যাংকের পার্সোনাল লোন এর মেয়াদ ১ থেকে ৫ বছর পর্যন্ত।
- পার্সোনাল লোন এর জন্য আবেদন করতে পারবেনঃ বহুজাতিক প্রতিষ্ঠান, স্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ডাক্তার, আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, ব্যাংকার, আর্থিক প্রতিষ্ঠান, শিক্ষক, চার্টার্ড অ্যাকাউন্টটেন্ট, সিপিএ, এসিসিএ, সিএমএ, , এফসিএমএ ও অন্যান্য প্রফেশনাল ডিগ্রীধারী, ব্র্যাক ব্যাংক এর সকল তালিকাভুক্ত প্রতিষ্ঠান এ কর্মরত চাকুরীজীবীগণ আবেদন করতে পারবেন।
- অভিজ্ঞতাঃ ব্র্যাক ব্যাংক থেকে পার্সোনাল লোন পাওয়ার ক্ষেত্রে চাকরিজীবীদের ক্ষেত্রে কমপক্ষে ছয় মাসের অভিজ্ঞতা প্রয়োজন।
বাড়ি কেনার লোন (Home Loan)
ব্র্যাক ব্যাংক থেকে হোম লোন বা বাড়ি কেনার জন্য ও লোন পেতে হলে অ্যাপার্টমেন্ট, ফ্ল্যাট, সম্পূর্ণ বাড়ি ক্রয় বাড়ি নির্মাণ, বর্ধিতকরণ, পুরোনো বাড়ি অথবা ফ্ল্যাট সংস্কার, চলমান হোম লোনের বর্তমান স্থিতি ব্র্যাক ব্যাংকে স্থানান্তরের বিপরীতে লোন প্রদান করে থাকে।
- হোম লোন এর পরিমাণঃ ব্র্যাক ব্যাংক সাধারণত হোম লোনের জন্য তিন ক্যাটাগরিতে লোন প্রদান করে থাকেন। সেমি পাকা বাড়ির জন্য সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা, নীড় এবং নিবাস বাড়ির জন্য ৮৫ লক্ষ টাকা পর্যন্ত লোন প্রদান করে থাকে।
- মেয়াদঃ সেমি পাকা বাড়ির জন্য সর্বোচ্চ ১০ বছরের জন্য সহজ কিস্তিতে লোন পরিশোধ, নীড়ের জন্য সর্বোচ্চ ২৫ বছরের জন্য সহজ কিস্তিতে লোন পরিশোধ এবং নিবাসের জন্য সর্বোচ্চ ২৫ বছরের জন্য সহজ কিস্তিতে লোন পরিশোধের সু্যোগ প্রদান করে থাকে ব্র্যাক ব্যাংক।
- হোম লোন এর জন্য আবেদন করতে পারবেনঃ চাকরিজীবী, ব্যবসায়ী, স্বনির্ভর পেশাদার ও জমির মালিক ব্যক্তিগণ।
গাড়ি লোন (Car Loan)
ব্র্যাক ব্যাংকের থেকে গাড়ি কেনার জন্য ও লোন অথবা অর্থাৎ কার লোন হিসেবে গ্রাহকদের নতুন কিংবা রিকন্ডিশন গাড়ি কেনার জন্য ব্র্যাক ব্যাংক অটো লোন সুবিধা রেখেছে।
- গাড়ি লোন এর পরিমাণঃ কার লোন হিসেবে বা গাড়ি কেনার লোন হিসেবে ব্র্যাক ব্যাংক সর্বোচ্চ ৪০ লক্ষ টাকা পর্যন্ত লোন দিয়ে থাকে। তবে অবশ্যই গাড়ির দামের ৫০ শতাংশ লোন প্রদান করে থাকে। তাহলে উপরের হিসাবে আপনার ক্রয় কৃত গাড়ির মূল্য ৮০ লক্ষ টাকা হলে ৫০% কার লোন হিসেবে ৪০ লক্ষ টাকা ব্র্যাক ব্যাংক প্রদান করবে।
- মেয়াদঃ কার লোনের জন্য সাধারণত ব্রাক ব্যাংক ১২ থেকে ৬০ মাস মেয়াদ প্রদান করে থাকে।
শিক্ষা লোন (Education Loan)
ব্র্যাক ব্যাংকের শিক্ষা লোন অর্থাৎ আগামী পার্সোনাল লোন দেশে এবং বিদেশে উচ্চ শিক্ষার জন্য শুধুমাত্র শিক্ষার্থীদের অভিভাবকের জন্য প্রদান করে থাকে।
- শিক্ষা লোন এর পরিমাণঃ শিক্ষা লোনের পরিমাণ হিসেবে শিক্ষার্থীর অভিভাবকরা সর্বোচ্চ ১৩০% পর্যন্ত লোন নিতে পারবেন। যা লোনের পরিমাণ ১ লক্ষ থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত। অর্থাৎ যদি শিক্ষার্থীর ১০ লক্ষ টাকা টিউশন ফি প্রয়োজন হয় সেক্ষেত্রে ১৩ লক্ষ টাকা (১৩০%) পর্যন্ত লোন নিতে পারবেন।
- মেয়াদঃ শিক্ষা লোন পরিশোধের জন্য সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত সুযোগ প্রদান করে থাকে ব্রাক ব্যাংক।
- শিক্ষা লোন এর জন্য আবেদন করতে পারবেনঃ শুধুমাত্র দেশে অথবা বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের জন্য শিক্ষার্থীদের অভিভাবকরা এই লোনের জন্য আবেদন করতে পারবেন।
ব্র্যাক ব্যাংক প্রবাসী লোন ২০২৪
ব্রাক ব্যাংক সরাসরি প্রবাসী লোন হিসেবে কোন লোন ক্যাটেগরি রাখেনি। এক্ষেত্রে প্রবাসী হিসেবে বা বিদেশ গমনে জন্য লোন নিতে তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে হবে।
অপরদিকে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের জন্য শিক্ষা লোন সুবিধা রেখেছে ব্র্যাক ব্যাংক কর্তৃপক্ষ।
ব্র্যাক ব্যাংকের লোনের বৈশিষ্ট্য এবং সুবিধা
ব্র্যাক ব্যাংকের লোন সুবিধা কেন গ্রাহকদের মধ্যে জনপ্রিয় তা নিচে তুলে ধরা হলো:
- কম সুদের হারঃ ব্র্যাক ব্যাংক গ্রাহকদের জন্য কম সুদের হার প্রদান করে, যা অর্থনৈতিকভাবে সুবিধাজনক।
- নমনীয় পেমেন্ট প্ল্যানঃ বিভিন্ন ধরনের পেমেন্ট অপশন এবং নমনীয় কিস্তির মাধ্যমে লোন পরিশোধ করা যায়।
- দ্রুত প্রসেসিংঃ ব্র্যাক ব্যাংকের লোন প্রসেসিং ব্যবস্থা দ্রুত এবং সহজ, তাই গ্রাহকরা দ্রুত লোন গ্রহণ করতে পারেন।
- গ্রাহক সেবার উন্নত মানঃ ব্র্যাক ব্যাংক সব সময় গ্রাহকদের উন্নত মানের সেবা প্রদান করে থাকে, যাতে গ্রাহকরা তাদের আর্থিক সেবা সংক্রান্ত সকল প্রশ্নের উত্তর পেয়ে থাকেন।
এছাড়াও ব্রাক ব্যাংকের বিভিন্ন ধরনের লোন অনুযায়ী বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে যেগুলো নিচে উল্লেখ করা হলো।

ব্যক্তিগত লোন (Personal Loan) | ব্র্যাক ব্যাংক স্যালারি লোন-এর সুবিধা
- টপ আপ এর সুবিধা
- লোন টেকওভার এর সুবিধা
- পার্সোনাল লোন-ক্রেডিট কার্ড প্যাকেজ
- আকর্ষণীয় ইন্টারেস্ট রেট
- বান্ডেল প্রোডাক্ট এর ক্ষেত্রে কার্ড রেট থেকে ০.৫% ইন্টারেস্ট রেট ডিস্কাউন্ট
- লোন প্রোসেসিং ফি- লোনের পরিমাণ এর ০.৫%+১৫% ভ্যাট
- সি আই বি চার্জ- প্রকৃত খরচ হিসাবে +১৫% ভ্যাট
- ষ্ট্যাম্প চার্জ- প্রকৃত খরচহিসাবে +১৫% ভ্যাট
ব্র্যাক ব্যাংক হোম লোন (Home Loan) -এর সুবিধা
- অ্যাফোর্ডেবল হোম লোন
- সম্পত্তির ৭০% পর্যন্ত লোন নেওয়ার সুযোগ থাকছে;
- আবেদনকারীর মাসিক আয় ২০,০০০ টাকা থেকে ১৩০,০০০ টাকা পর্যন্ত হতে হবে
- ইন্টারেস্ট রেট ১১% [ঋণের সুদ হার পরিবর্তনশীল]
- বাংলাদেশ ব্যাংকের সুদ হার (ইন্টারেস্ট) নির্দেশিকা এবং ব্র্যাক ব্যাংকের চলতি সুদের হার অনুসারে প্রয়োগ করা হবে।
- প্রক্রিয়াকরণ ফি:
- ৫০ লাখ টাকা পর্যন্তঃ লোনের পরিমাণের ০.৫০% অথবা ১৫,০০০ টাকা, যেটি কম।
- ৫০ লাখ টাকার বেশিঃ লোনের পরিমাণের ০.৩০% অথবা ২০,০০০ টাকা, যেটি কম।
- অন্যান্য ফি – রিটেইল লোন-এর শিডিউল অব চার্জেস অনুযায়ী প্রযোজ্য হবে।
গাড়ি লোন (Car Loan) -এর সুবিধা
- গাড়ির মূল্যের ৫০% পর্যন্ত লোন সুবিধা (সর্বোচ্চ ৪০ লক্ষ টাকা)
- সর্বোচ্চ ৬ বছরের মধ্যে লোন পরিশোধের সুযোগ
- জাপানিজ, ইউরোপিয়ান এবং আমেরিকান যেকোনো ব্র্যান্ড এর গাড়ির বিপরীতে লোন নেয়া যাবে
- বাংলাদেশ ব্যাংকের সুদ হার নির্দেশিকা এবং ব্র্যাক ব্যাংকের চলতি সুদের হার অনুসারে প্রয়োগ করা হবে।
- প্রক্রিয়াকরণ ফি: ঋণের পরিমাণের ০.৫০% বা BDT ১৫,০০০ টাকা, যেটি কম।
- সুপারভিশন চার্জঃ ১% (বাৎসরিক)
- অন্যান্য ফি – রিটেইল লোন-এর শিডিউল অব চার্জেস অনুযায়ী প্রযোজ্য।
শিক্ষা লোন (Education Loan) -এর সুবিধা
- বাংলাদেশে উচ্চশিক্ষা গ্রহণের জন্য UGC অনুমোদিত সকল বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এই লোন পাবেন
- বিশ্ববিদ্যালয় শিক্ষা গ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের টিউশন ফি এবং যাবতীয় খরচ বহনের জন্য এই লোন প্রদান করা হয়
- শিক্ষার্থীর সকল সেমিস্টারের ভিত্তিতে ৩/৪/৬ এবং ১২ মাসের ব্যবধানে একাধিক ধাপে এই লোন disbursement সুবিধা রয়েছে
- সাধারণত সহজ কিস্তিতে এডুকেশন লোন বা শিক্ষা লোন পরিশোধের সুযোগ রয়েছে
কিভাবে ব্র্যাক ব্যাংকের লোনের জন্য আবেদন করবেন
ব্র্যাক ব্যাংকের লোনের জন্য আবেদন প্রক্রিয়া বেশ সহজ এবং সুবিধাজনক।
আপনি নিকটস্থ ব্র্যাক ব্যাংকের শাখায় গিয়ে সরাসরি আবেদন করতে পারেন। শাখায় গিয়ে আবেদন ফর্ম পূরণ করে এবং ডকুমেন্ট জমা দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
পার্সোনাল লোনের জন্য আবেদন প্রক্রিয়া
ব্র্যাক ব্যাংক স্যালারি লোন | পার্সোনাল লোন পেতে শর্ত
- বেসরকারি চাকুরীজীবীদের জন্য সর্বনিম্ন- ৩০,০০০ টাকা
- সরকারি চাকুরীজীবী দের জন্য- ২৫,০০০ টাকা
- আপনার আয়ের ক্যাশ অংশ বিবেচনায় নেওয়া হবে।
- রেন্টাল আয় বিবেচনায় নেওয়া হবে।
- ডাক্তারদের ক্ষেত্রে চেম্বার প্র্যাকটিস থেকে আয় বিবেচনায় নেওয়া হবে।
- শিক্ষকদের ক্ষেত্রে টিউশন আয় বিবেচনায় নেওয়া হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
- আবেদনকারী এবং গ্যারান্টর এর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
- পাসপোর্ট সাইজ ছবি- আবেদনকারীর ২ কপি এবং গ্যারান্টর এর ১ কপি
- আবেদনকারীর পে-স্লিপ/স্যালারি সার্টিফিকেট/ অ্যাপয়েন্টমেন্ট লেটার
- ই-টিন (লোনের পরিমাণ ৫ লাখের বেশী হলে)
- গ্যারান্টর এর ভিজিটিং কার্ড (যদি থাকে)
- অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)
বাড়ি কেনার লোন (Home Loan) আবেদন প্রক্রিয়া
ব্র্যাক ব্যাংক হোম লোন পেতে শর্ত
- ব্র্যাক ব্যাংক থেকে হোম লোন পেতে হোম লোনের প্রকারভেদ অনুযায়ী আবেদনকারীর মাসিক আয় ২০,০০০ টাকা থেকে ১৩০,০০০ টাকা পর্যন্ত হতে হবে
প্রয়োজনীয় কাগজপত্র
সাধারণ কাগজপত্র
- জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
- পাসপোর্ট সাইজ ছবি – ২ কপি
- ইউটিলিটি বিলের কপি
- ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট [শেষ ১২ মাসের]
- সর্বশেষ আয়কর সনদ / আয়কর রিটার্ন জমার রশিদ
চাকরিজীবী আবেদনকারীর ক্ষেত্রে প্রযোজ্য
- স্যালারি সার্টিফিকেট
- পে স্লিপ / বেতন ভাতা বিল [শেষ ৩ মাসের]
- ভিজিটিং কার্ড
- বেতনের ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট [শেষ ১২ মাস]
- অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র
ব্যবসায়ী আবেদনকারীর ক্ষেত্রে প্রযোজ্য
- ট্রেড লাইসেন্স [শেষ ৩ বছরের]
- ব্যবসায়ী প্রতিষ্ঠানের নামে ব্যাংক স্টেটমেন্ট [শেষ ১ বছরের]
- অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে “রেজিস্টার্ড অংশীদারি চুক্তিপত্র”
- প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে “Memorandum of Association, Certificate of incorporation & Latest Schedule X & XII”
- ব্যবসায় প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট প্রয়োজনীয় অনুমোদনসমূহ
- অন্যান্য আয় বিবরণী
- অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র
স্বনির্ভর পেশাদার-এর ক্ষেত্রে যা প্রযোজ্য
- নিজ নিজ পেশাদার সমিতির সদস্যপদ সনদপত্র
- সিলসহ নিজের প্যাডের আয়ের ঘোষণা
- একটি পেশাদারী ডিগ্রির সনদ
জমির মালিক-এর ক্ষেত্রে যা প্রযোজ্য
- নিবন্ধিত মালিকানা দলিল
- বাড়ি ভাড়ার চুক্তি
- বাড়ি ভাড়ার বিবরণী/ঘোষণাপত্র
- ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ/পানি/গ্যাস)
গাড়ি লোন (Car Loan) -এর আবেদন প্রক্রিয়া
ব্র্যাক ব্যাংক গাড়ি লোন পেতে শর্ত
- চাকরিজীবী, ব্যবসায়ী, স্ব-নির্ভর পেশাদার ও জমির মালিকদের জন্য
- সর্বনিম্ন বয়স: ২৫ বছর এবং ঋণের মেয়াদপূর্তির সময় সর্বোচ্চ বয়স: ৬৫ বছর
- ন্যূনতম মাসিক আয়: ২৫,০০০ টাকা (বেতনভুক্তদের ক্ষেত্রে); ৩৫,০০০ টাকা (অন্যদের ক্ষেত্রে)
- চাকরির মেয়াদ: চাকরি নিশ্চিত হওয়া মোট ১ বছরের অভিজ্ঞতাসম্পন্ন কর্মী
- ব্যবসার বয়স: ন্যূনতম ৩ বছর
প্রয়োজনীয় কাগজপত্র
- শেষ এক বছরের ব্যক্তিগত ব্যাংক স্টেটমেন্ট
- জাতীয় পরিচয়পত্র/পাসপোর্টের অনুলিপি
- আবেদনকারীর পাসপোর্ট আকারের এক কপি ছবি
- নিশ্চয়তা প্রদানকারীর (গ্যারান্টর) পাসপোর্ট আকারের এক কপি ছবি
- গাড়ির মূল্যের মূল্য-উদ্ধৃতি
- আবেদনকারীর বিজনেস কার্ড/ভিজিটিং কার্ড
- সর্বশেষ আয়কর সনদ / আয়কর রিটার্ন জমার রশিদ
- বেতন উল্লেখপূর্বক নিয়োগকর্তা প্রদত্ত পরিচিতিপত্র
প্রয়োজনীয় অতিরিক্ত কাগজপত্র (ব্যবসায়ীদের জন্য)
- ট্রেড লাইসেন্সের অনুলিপি
- কোম্পানির গত এক বছরের ব্যাংক স্টেটমেন্ট
- অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে “রেজিস্টার্ড অংশীদারি চুক্তিপত্র”
- প্রাইভেট লিমিটেড কোম্পনির ক্ষেত্রে “Memorandum of Association, Certificate of incorporation & Latest Schedule X & XII”
- ব্যবসায় প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট প্রয়োজনীয় অনুমোদনসমূহ
- অন্যান্য আয় বিবরণী
- অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র
প্রয়োজনীয় অতিরিক্ত কাগজপত্র (স্ব-নির্ভর পেশাদারদের জন্য)
- অনুমোদিত প্রতিষ্ঠান প্রদত্ত পেশাগত সনদ
প্রয়োজনীয় অতিরিক্ত কাগজপত্র (জমির মালিকদের জন্য)
- সম্পত্তির বৈধ মালিকানা দলিল
- বাড়ি ভাড়ার চুক্তি
- বাড়ি ভাড়ার বিবরণী/ঘোষণাপত্র
- ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ/পানি/গ্যাস)
শিক্ষা লোনের জন্য আবেদন প্রক্রিয়া
ব্র্যাক ব্যাংক শিক্ষা লোন পেতে শর্ত
- শিক্ষা লোন পেতে সর্বনিম্ন আয় ২০,০০০ টাকা হতে হবে (শর্ত প্রযোজ্য)
প্রয়োজনীয় কাগজপত্র
- আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের-এর ফটোকপি
- আবেদনকারীর পাসপোর্ট সাইজ ছবি – ২ কপি
- আবেদনকারীর ই-টিন / রিটার্ন এর কপি (৫ লক্ষ টাকার অধিক লোনের জন্য)
- আবেদনকারীর অ্যাপয়েন্টমেন্ট লেটার/ পে-স্লিপ / স্যালারি সার্টিফিকেট
- আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট
- আবেদনকারীর অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র
- গ্যারান্টরের জাতীয় পরিচয়পত্রের-এর ফটোকপি
- গ্যারান্টরের পাসপোর্ট সাইজ ছবি – ১ কপি
- গ্যারান্টরের ভিজিটিং কার্ড (যদি থাকে)
আরো পড়ুনঃ সোনালী ব্যাংক ফিক্সড ডিপোজিট রেট
শেষ কথা
ব্র্যাক ব্যাংকের লোন সুবিধা সহজ এবং সুবিধাজনক, যা গ্রাহকদের বিভিন্ন আর্থিক চাহিদা পূরণে সহায়তা করে।
ব্যক্তিগত লোন থেকে শুরু করে ব্যবসা লোন পর্যন্ত ব্র্যাক ব্যাংকের লোন সহ সকল লোনের সুবিধা ও অন্যান্য সকল প্রয়োজনীয় তথ্য এখানে প্রদান করা হয়েছে।
আপনি যদি আপনার আর্থিক প্রয়োজন মেটাতে একটি নির্ভরযোগ্য লোন খুঁজে থাকেন, তাহলে ব্র্যাক ব্যাংক হতে পারে আপনার জন্য সেরা সমাধান।
লোন গ্রহণের আগে সমস্ত শর্তাবলী এবং সুদের হার সম্পর্কে নিশ্চিত হয়ে নিতে ভুলবেন না। আজকের এই পোস্টটি প্রয়োজনে শেয়ার করুন। ধন্যবাদ!
ব্র্যাক ব্যাংক সর্বোচ্চ কত টাকা লোন দেয়?
ব্র্যাক ব্যাংক পারসোনাল লোন হিসেবে সর্বোচ্চ ২০ লক্ষ টাকার লোন সুবিধা দিয়ে থাকে।
ব্র্যাক ব্যাংক একাউন্ট খুলতে কত টাকা লাগে?
নূন্যতম ৫০০ টাকাতে ব্র্যাক ব্যাংকে একাউন্ট খোলার সুবিধা প্রদান করে।